পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে দুটি থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য দুই প্রান্তে নির্মিত দুই থানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
থানা দুটির নাম হলো—পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। এরমধ্যে পদ্মা সেতু উত্তর থানা মুন্সীগঞ্জ ও দক্ষিণ থানা শরীয়তপুর প্রান্তে। উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পদ্মা সেতু উত্তর থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ -৩ আসেনর সংসদ সদস্য এ্যাডভোকেট মিনাল কান্তি দাস, জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমসহ সুধিজন।
চারতলা বিশিষ্ট থানা দুটির নির্মান করতে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ইতোমধ্যেই থানা দুটিতে একজন করে ওসি, দুজন এসআই, তিনজন এএসআই ও বিশজন করে কনেষ্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেড কোয়াটার। এ থানা দুটি পদ্মা সেতুর নিরাপত্তা ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নের জনগণের জন্য সার্বিক নিরাপত্তার দেবে।
অপরদিকে শরিয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাষক, পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পদ্মা সেতু দক্ষিণ থানা শরিয়তপুরের জাজিরার পূর্ব ও পশ্চিম নাওডুবার জনগণকে আইনি সহয়তা করবে।