ফাইল ছবি
দীর্ঘ বিরতির পর মাগুরায় কাজে যোগ দিয়েই ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। রবিবার রাতে মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাত ১০ দিকে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার ভিকটিমের বান্ধবীর জন্মদিন উৎযাপন উপলক্ষে তারা দুই বান্ধবী মাগুরা শহরের বিভিন্ন স্থানে একসাথে ঘুরাঘুরি করে। পরবর্তীতে তাদের ওয়াশ রুমে যাওয়ার প্রয়োজন হলে দুপুর সোয়া ১২টায় মাগুরা ভায়না মোড়স্থ ওই আবাসিক হোটেলে যান। সেখানে মো. বাইতুল্লাহ শেখ ও রাতুল নামে দু’জনের সহযোগীতায় ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে হোটেল ম্যানেজার মো. সজল।
ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মাগুরা সদর থানা পুলিশ আসামি মো. বাইতুল্লাহ শেখকে গ্রেফতার করেছে। বাকি দুই পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।