তিস্তার চরে নারীদের জীবন সংগ্রাম

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তার চরে এখন মেলা ফসল হয়। হামরাও এখন কামাই করি হামার সংসার চালাই। ছওয়া পোয়াক লেখা পড়া করাই, হামারও এলা স্বপ্ন দেখি। নারীরাও এখন কোন কাজে পাছায় নাই। জীবন সংগ্রাম করি হামরা বাঁচপার চাই। আগোত হামাক ক্ষেতের কাজে কাও ডাকায় নাই। এলা হামরা ক্ষেতের কাজ করি সংসার চালাই এভাবেই বলছিলেন লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকার আলেয়া বেওয়া (৫৪)

শুধু আলেয়া নয় আলেয়ার মত আরও শত শত নারী এখন ঘুরে দারানোর স্বপ্ন দেখছেন। সংসার চালাতে প্রতিনিয়ত করতে হচ্ছে জীবন যুদ্ধ। সচ্ছলতা ফিরে আসছে সংসারিক জীবনে। শুধু অন্যের জমিতে কাজ করেই সংসার চালান না এসব নারী। জমিতে ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে অনেকেই। চরাঞ্চলে জমিতে নারীরা চাষাবাদ করছে ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদাম, পেয়াজ, রসুনসহ বিভিন্ন শাকসবজি। সংসারে বাড়তি আয় করতে নারীরা গাভী পালন করে সেই গাভী দিনভর চরাঞ্চলের খোলা মাঠে ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করে বিক্রি করে এখন অনেকেই স্বাবলম্বী।

স্বামীহারা বিধবা অনেকেই এখন সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন, দু মুঠো ভাত পেটে দিতে অন্যের জমিতে শ্রম দিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত । ১৭০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত মজুরি পান তারা। শুষ্ক মৌসুম জুড়ে প্রায় দিন কাজ করতে হয় তিস্তার চরে। সোনালি ফসলে হাত পড়ে নারীদের। দিনের শেষ সময়ে গাভী পালনে চরাঞ্চল দাপিয়ে বেড়ায় নারীরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, তিস্তার চরে এবছর জমির পরিমাণ ১০ হাজার ৮০০ হেক্টর। যার মধ্যে ৮ হাজার ৫০০শত হেক্টর জমিতে ফসলের চাষাবাদ হয়েছে। এর মধ্যে  অন্যতম ফসল হচ্ছে ভুট্টা। লালমনিরহাটে ভুট্টা ব্রান্ডিং ফসল হিসেবে পরিচিত। এবছর জেলায় ভুট্টার চাষাবাদ হয়েছে ৩২ হাজার ৯শত ২০ হেক্টর জমিতে। এর মধ্যে ২০ শতাংশ জায়গা জুরে রয়েছে চরাঞ্চল।

তিস্তা চরের কালমাঠি এলাকার বাসিন্দা আমেনা বেওয়া (৫৫) বলেন, স্বামী নাই, সংসার তো হামাকে চালাইতে হইবে। হামরা নারী দেখি আগোত হামাক কাও কাজে নেয় নাই। এলা হামাকও কাজে নেয়। ১৭০ টাকা দিনে পাই। বাজারে চাউলের যে দাম, ফের কাচা তরকারি, ময়-মসল্লা আছে। এই টাকা দিয়া সংসার চলে টানা টানি করি। আগের থাকি একটু ভালো আছি।

একই এলাকার নাজমা বেগম (৪৫) বলেন, স্বামী কামাই করে তিস্তা চরে। ২৫০ টাকা পায়, এই টাকা দিয়েও সংসার চলে না। ছওয়া পোয়াক লেখা পড়া করারও পাইনে। তাই স্বামী যখন কাজে যায়, আমিও মাঝে মাঝে স্বামীর সাথে কাজে যাই। কাজ থাকি আসি আবার দুইটা গরু পালি, তাদের নিয়ে আবার ঘাস খাওয়াইতে যাই। বাড়ির উঠানে শবজির বাগান করছি, এগুলো আমাদের গ্রামের বাজারে বিক্রি করি। এমন করি আস্তে আস্তে সংসার সাজামো হামরাও।

লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার বিস্তীর্ণ চরে চাষিরা ফলাচ্ছেন সোনার ফসল। আর ফসলের মাঠ জুরে নারীদের ঘাম ঝরানো শ্রমে হাসি ফুটেছে চরাঞ্চলের নারীদের মুখে।

নারীদের জীবন সংগ্রাম নিয়ে নয়া শতাব্দীর সাথে কথা হয় সমাজকর্মী,লেখক,কবি ও গবেষক ফেরদৌসী বেগম বিউটির সাথে তিনি বলেন, সত্যিকার অর্থে বলতে হয় লালমনিহাট জেলার ইতিহাসে তিস্তা ধরলার মানুষের হাসি-কান্না। তিস্তার নারীদের জীবন হচ্ছে ভাঙ্গা গড়া। তারা জীবন সংগ্রাম করে বেঁচে আছে। এখানে প্রান্তিক দুর্যোগে নিপীড়িত ঝড়-ঝঞ্ঝা বর্ষা তিস্তা চরের মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। সেখানেই তারা এখন বাড়ির উঠোনে প্রান্তিক জমিতে চাষাবাদ করে, হাঁস-মুরগি গাভী পালনে তারা এখন অনেকটাই স্বাবলম্বী।

আগে তিস্তা চরের শিশুরা স্কুলে যেত না। তারা এখন স্কুল মুখি। তাদের ইচ্ছে শক্তি এতই প্রবন যে তারাও এখন জেনে গিয়েছে আমাদেরও লেখাপড়া শিখতে হবে। নারীরা এখন কোনো কাজেই পিছিয়ে নেই, শিক্ষা, দীক্ষায়, ক্ষমতায় এবং অধিকারে অনেক সচেতন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে উঠছে রোববার

» গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীরে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ১২

» শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুরুল হক নুর

» ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

» জুলাই অভ্যুত্থান ছাত্রসমাজের অসীম সাহসিকতার উদাহরণ : পরিবেশ উপদেষ্টা

» যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা

» ২০০ কোটি পারিশ্রমিক পেলেন এই খলনায়ক?

» অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের

» ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ

» আজ তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিস্তার চরে নারীদের জীবন সংগ্রাম

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তার চরে এখন মেলা ফসল হয়। হামরাও এখন কামাই করি হামার সংসার চালাই। ছওয়া পোয়াক লেখা পড়া করাই, হামারও এলা স্বপ্ন দেখি। নারীরাও এখন কোন কাজে পাছায় নাই। জীবন সংগ্রাম করি হামরা বাঁচপার চাই। আগোত হামাক ক্ষেতের কাজে কাও ডাকায় নাই। এলা হামরা ক্ষেতের কাজ করি সংসার চালাই এভাবেই বলছিলেন লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকার আলেয়া বেওয়া (৫৪)

শুধু আলেয়া নয় আলেয়ার মত আরও শত শত নারী এখন ঘুরে দারানোর স্বপ্ন দেখছেন। সংসার চালাতে প্রতিনিয়ত করতে হচ্ছে জীবন যুদ্ধ। সচ্ছলতা ফিরে আসছে সংসারিক জীবনে। শুধু অন্যের জমিতে কাজ করেই সংসার চালান না এসব নারী। জমিতে ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে অনেকেই। চরাঞ্চলে জমিতে নারীরা চাষাবাদ করছে ভুট্টা, মিষ্টি কুমড়া, বাদাম, পেয়াজ, রসুনসহ বিভিন্ন শাকসবজি। সংসারে বাড়তি আয় করতে নারীরা গাভী পালন করে সেই গাভী দিনভর চরাঞ্চলের খোলা মাঠে ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করে বিক্রি করে এখন অনেকেই স্বাবলম্বী।

স্বামীহারা বিধবা অনেকেই এখন সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন, দু মুঠো ভাত পেটে দিতে অন্যের জমিতে শ্রম দিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত । ১৭০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত মজুরি পান তারা। শুষ্ক মৌসুম জুড়ে প্রায় দিন কাজ করতে হয় তিস্তার চরে। সোনালি ফসলে হাত পড়ে নারীদের। দিনের শেষ সময়ে গাভী পালনে চরাঞ্চল দাপিয়ে বেড়ায় নারীরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, তিস্তার চরে এবছর জমির পরিমাণ ১০ হাজার ৮০০ হেক্টর। যার মধ্যে ৮ হাজার ৫০০শত হেক্টর জমিতে ফসলের চাষাবাদ হয়েছে। এর মধ্যে  অন্যতম ফসল হচ্ছে ভুট্টা। লালমনিরহাটে ভুট্টা ব্রান্ডিং ফসল হিসেবে পরিচিত। এবছর জেলায় ভুট্টার চাষাবাদ হয়েছে ৩২ হাজার ৯শত ২০ হেক্টর জমিতে। এর মধ্যে ২০ শতাংশ জায়গা জুরে রয়েছে চরাঞ্চল।

তিস্তা চরের কালমাঠি এলাকার বাসিন্দা আমেনা বেওয়া (৫৫) বলেন, স্বামী নাই, সংসার তো হামাকে চালাইতে হইবে। হামরা নারী দেখি আগোত হামাক কাও কাজে নেয় নাই। এলা হামাকও কাজে নেয়। ১৭০ টাকা দিনে পাই। বাজারে চাউলের যে দাম, ফের কাচা তরকারি, ময়-মসল্লা আছে। এই টাকা দিয়া সংসার চলে টানা টানি করি। আগের থাকি একটু ভালো আছি।

একই এলাকার নাজমা বেগম (৪৫) বলেন, স্বামী কামাই করে তিস্তা চরে। ২৫০ টাকা পায়, এই টাকা দিয়েও সংসার চলে না। ছওয়া পোয়াক লেখা পড়া করারও পাইনে। তাই স্বামী যখন কাজে যায়, আমিও মাঝে মাঝে স্বামীর সাথে কাজে যাই। কাজ থাকি আসি আবার দুইটা গরু পালি, তাদের নিয়ে আবার ঘাস খাওয়াইতে যাই। বাড়ির উঠানে শবজির বাগান করছি, এগুলো আমাদের গ্রামের বাজারে বিক্রি করি। এমন করি আস্তে আস্তে সংসার সাজামো হামরাও।

লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার বিস্তীর্ণ চরে চাষিরা ফলাচ্ছেন সোনার ফসল। আর ফসলের মাঠ জুরে নারীদের ঘাম ঝরানো শ্রমে হাসি ফুটেছে চরাঞ্চলের নারীদের মুখে।

নারীদের জীবন সংগ্রাম নিয়ে নয়া শতাব্দীর সাথে কথা হয় সমাজকর্মী,লেখক,কবি ও গবেষক ফেরদৌসী বেগম বিউটির সাথে তিনি বলেন, সত্যিকার অর্থে বলতে হয় লালমনিহাট জেলার ইতিহাসে তিস্তা ধরলার মানুষের হাসি-কান্না। তিস্তার নারীদের জীবন হচ্ছে ভাঙ্গা গড়া। তারা জীবন সংগ্রাম করে বেঁচে আছে। এখানে প্রান্তিক দুর্যোগে নিপীড়িত ঝড়-ঝঞ্ঝা বর্ষা তিস্তা চরের মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। সেখানেই তারা এখন বাড়ির উঠোনে প্রান্তিক জমিতে চাষাবাদ করে, হাঁস-মুরগি গাভী পালনে তারা এখন অনেকটাই স্বাবলম্বী।

আগে তিস্তা চরের শিশুরা স্কুলে যেত না। তারা এখন স্কুল মুখি। তাদের ইচ্ছে শক্তি এতই প্রবন যে তারাও এখন জেনে গিয়েছে আমাদেরও লেখাপড়া শিখতে হবে। নারীরা এখন কোনো কাজেই পিছিয়ে নেই, শিক্ষা, দীক্ষায়, ক্ষমতায় এবং অধিকারে অনেক সচেতন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com