মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহে তারাকান্দায় সাংবাদিক জুয়েল মিয়ার উপর হামলাকারী রহিম উদ্দিন কে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, দি ডিভিশনাল প্রেসক্লাব ময়মনসিংহের মহাসচিব, জাতীয় দৈনিক নবচেতনা ও ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো: জুয়েল মিয়া নাদিম (৩২) শনিবার (১৬ জুলাই) সকাল ১১টায় তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের নিজ বাড়ি হইতে পেশা গত কাছে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ইউপি রাস্তায় পৌচ্ছামাত্র পৃর্ব বিরোধের জের ধরে মো: রহিম উদ্দিন, মো: কছিম উদ্দিন, মোঃ আলামিন ও মো এনামুনসহ ৬/৭জন পথরোধ করে তাকে মারধর করে ল্যাপটব, মোবাইলসহ সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিক জুয়েল মিয়া নাদিম বাদি হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুস সবুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আব্দুর রহিম (৫০) কে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
Facebook Comments Box