ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে পাঠানো হয় গণরুমে। সেখানে জ্ঞান হারান তিনি। এরপর সেই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওই শিক্ষার্থীর নাম মো. আকতারুল ইসলাম। তিনি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আকতার বিজয় একাত্তর হলের মেঘলা ভবনের ৩০০২ (ক) নম্বর কক্ষে থাকেন। বুধবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে নির্যাতনের এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জানুয়ারি) রাতে ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণ বিভাগের ইয়ামিম ইসলাম, ইতিহাসের হৃদয় আহমেদ কাজল, আন্তর্জাতিক সম্পর্কের সাইফুল ইসলাম, লোকপ্রশাসনের সাইফুল ইসলাম রোমান এবং মনোবিজ্ঞান বিভাগের ওমর ফারুক শুভ আকতারকে গেস্টরুমে নিয়ে যায়। আকতার এসময় নিজেকে অসুস্থ দাবি করলেও অভিযুক্তরা তাকে গেস্টরুমে নিয়ে লাইটের দিকে তাকিয়ে থাকতে বলে। লাইটের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় আকতার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার হলে নিয়ে আসা হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আখতারের বাবা কয়েকদিন আগে হার্ট অ্যাটাক করেছেন। তিনি অসুস্থ ছিলেন। যখন তাকে গেস্টরুমে ডাকা হয়েছিল, তখন অসুস্থতার জন্য তিনি গেস্টরুমে আসতে পারেননি। পরে তাকে ডেকে এনে গেস্টরুমে ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকার সাজা দেওয়া হয়। এ সময় আখতার আরও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তার ব্যাচমেটের সাহায্যে গণরুমে পাঠিয়ে দেওয়া হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইসিজি পরীক্ষা করা হয় বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী।
এদিকে হল প্রভোস্টকে জানালে তিনি নির্যাতনের শিকার শিক্ষার্থী আখতারের সাথে দেখা করে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই আলোকে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। সূএ:বিডি২৪লাইভ ডট কম