ডাক বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘নগদ’-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সার্বিক কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে কর্মরত বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তাদের সঠিকভাবে ‘নগদ’ এবং ডাক বিভাগের কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছে ‘নগদ’।

 

আজ সোমবার আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের ডাক ভবন অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মো. খলিলুর রহমান। ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, ‘নগদ’-এর চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার লে. কর্নেল কাওসার সওকত আলী, এসি (অব.); হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.) এবং ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আজকাল ডাক বিভাগের পুরোনো সেই মানি অর্ডারের জায়গা নিয়েছে নগদ। নগদ অনেক শ্রম দিয়ে আজ এই পর্যন্ত এসেছে। নগদ প্রথম যখন এক মিনিটে অ্যাকাউন্ট খোলার ধারণা নিয়ে আমার কাছে এলো, তখনই আমি বিস্মিত হয়েছি।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য। বিকাশের প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক প্রতিষ্ঠান এসেছে, কেউ দাড়াতে পারেনি। নগদ বিকাশের চেয়ে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে গেছে। এ জন্য আমি তানভীর ও সাফায়েতকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, নগদ দৈনিক ৭৫০ কোটি টাকা লেনদেন করছে। খুব অল্প সময়ে গ্রাহক ভিত্তি ছয় কোটির কাছে চলে গেছে। সামনের দিনে নগদ তার ধারাবাহিক সফলতা ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই কর্মশালার মাধ্যমে ডাক বিভাগের কর্মকর্তারা নগদ-এর লেনদেন বিষয়ে সার্বিক ধারণা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

আয়োজিত কর্মশালায় ‘নগদ’-এর যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড এবং প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ এবং অনুবিভাগের (বিক্রয়, গ্রাহক সেবা, অর্থ ও হিসাব, উদ্ভাবন ও প্রযুক্তি, আইন ও পরিপালন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স) বিস্তারিত কার্যক্রম এবং প্রতারণা রোধে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে স্থানীয় কর্মকর্তাদের অবগত করা হয়।

 

এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে ডাক অধিদপ্তরের কর্মকর্তারা ‘নগদ’ বিষয়ে সার্বিক ধারণা লাভ করেছেন বলে আশা করি। তিনি ‘নগদ’-এর বিভিন্ন কর্মকাণ্ড উপস্থিত কর্মকর্তাদের মধ্যে তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

 

এ ছাড়া কর্মশালায় ‘নগদ’ এবং ডাক বিভাগের বর্তমান ও ভবিষ্যতের সাফল্য অর্জনের ক্ষেত্রে বিপিও কর্মকর্তাগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

 

এর আগে দেশব্যাপী কর্মরত বাংলাদেশ ডাক বিভাগের পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল এবং বগুড়াতে এই কর্মশালার আয়োজন করে ‘নগদ’। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় ‘নগদ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাগুলোর মাধ্যমে ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ এ পর্যন্ত প্রায় ৪০০ কর্মকর্তাদের ‘নগদ’ সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়। এ ছাড়া কর্মশালায় ‘নগদ’-এর যাত্রা, আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সাফল্য, দেশীয় এবং আন্তর্জাতিক অর্জন তুলে ধরা হয় ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১৫ অক্টোবর ১ মিনিট শব্দহীন থাকবে পুরো ঢাকা

» যেকোনো সমস্যায় মানুষ যেন ডিবির কাছে আসে : ডিএমপি কমিশনার

» রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অপতৎপরতা চালাচ্ছে বিএন‌পি: ওবায়দুল কাদের

» বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে হাঁটু পানি, ব্যাহত পাঠদান

» বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাতরোগে ঘেরের মাছ মরে ব্যাপক ক্ষতি      

» বাগেরহাটের ফকিরহাট নবাগত ওসির সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

» ব্র্যাক ব্যাংক ‘আলো’ ই-লার্নিং প্ল্যাটফর্মে ‘ঘুড়ি লার্নিং’ কোর্স চালু

» জামালপুরে তাসলিমার কোল জোড়ে এলো তিন কন্যা সন্তান

» পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ জন আহত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাক বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘নগদ’-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সার্বিক কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে কর্মরত বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তাদের সঠিকভাবে ‘নগদ’ এবং ডাক বিভাগের কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছে ‘নগদ’।

 

আজ সোমবার আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের ডাক ভবন অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মো. খলিলুর রহমান। ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, ‘নগদ’-এর চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার লে. কর্নেল কাওসার সওকত আলী, এসি (অব.); হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.) এবং ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আজকাল ডাক বিভাগের পুরোনো সেই মানি অর্ডারের জায়গা নিয়েছে নগদ। নগদ অনেক শ্রম দিয়ে আজ এই পর্যন্ত এসেছে। নগদ প্রথম যখন এক মিনিটে অ্যাকাউন্ট খোলার ধারণা নিয়ে আমার কাছে এলো, তখনই আমি বিস্মিত হয়েছি।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য। বিকাশের প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক প্রতিষ্ঠান এসেছে, কেউ দাড়াতে পারেনি। নগদ বিকাশের চেয়ে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে গেছে। এ জন্য আমি তানভীর ও সাফায়েতকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, নগদ দৈনিক ৭৫০ কোটি টাকা লেনদেন করছে। খুব অল্প সময়ে গ্রাহক ভিত্তি ছয় কোটির কাছে চলে গেছে। সামনের দিনে নগদ তার ধারাবাহিক সফলতা ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই কর্মশালার মাধ্যমে ডাক বিভাগের কর্মকর্তারা নগদ-এর লেনদেন বিষয়ে সার্বিক ধারণা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

 

আয়োজিত কর্মশালায় ‘নগদ’-এর যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড এবং প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ এবং অনুবিভাগের (বিক্রয়, গ্রাহক সেবা, অর্থ ও হিসাব, উদ্ভাবন ও প্রযুক্তি, আইন ও পরিপালন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স) বিস্তারিত কার্যক্রম এবং প্রতারণা রোধে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে স্থানীয় কর্মকর্তাদের অবগত করা হয়।

 

এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে ডাক অধিদপ্তরের কর্মকর্তারা ‘নগদ’ বিষয়ে সার্বিক ধারণা লাভ করেছেন বলে আশা করি। তিনি ‘নগদ’-এর বিভিন্ন কর্মকাণ্ড উপস্থিত কর্মকর্তাদের মধ্যে তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

 

এ ছাড়া কর্মশালায় ‘নগদ’ এবং ডাক বিভাগের বর্তমান ও ভবিষ্যতের সাফল্য অর্জনের ক্ষেত্রে বিপিও কর্মকর্তাগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

 

এর আগে দেশব্যাপী কর্মরত বাংলাদেশ ডাক বিভাগের পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল এবং বগুড়াতে এই কর্মশালার আয়োজন করে ‘নগদ’। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় ‘নগদ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালাগুলোর মাধ্যমে ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ এ পর্যন্ত প্রায় ৪০০ কর্মকর্তাদের ‘নগদ’ সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়। এ ছাড়া কর্মশালায় ‘নগদ’-এর যাত্রা, আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সাফল্য, দেশীয় এবং আন্তর্জাতিক অর্জন তুলে ধরা হয় ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com