কক্সবাজারের টেকনাফ পৌরসভার পল্লানপাড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৪১ ক্যান বিয়ার ও ৮বোতল বিদেশী মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (ল. এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার রাতে র্যাব-১৫ এর সদস্যরা উপজেলার হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন টেকনাফ বৌদ্ধ বিহার গেইটের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকার এজাহার মিয়া হেলাল উদ্দিন (৩৪) ও পৌরসভার ৭নং ওয়ার্ড চিতাখালা এলাকার জহিরকে (১৯) আটক করা হয়। পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশি করে ৪১ ক্যান বিদেশী বিয়ার ও ৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।