কক্সবাজারের টেকনাফ পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিক্সাও জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপরে টেকনাফ মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বহণে ব্যবহৃত অটোরিক্সা (সিএনজি) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলকার মৃত আব্দুল কাদেরের ছেলে রবিউল (২৭), একই ইউনিয়নের কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২২)।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।