পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে রিয়াদ হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। অভিযুক্ত চাচা আবদুল মান্নান মহুরীকে আটক করেছে পুলিশ।
আজ বেলা ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের লতিফ সরকারের ছেলে। শিশুটিকে গুরুতর আহতাবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আপন দুই ভাই আবদুল মান্নান মহুরী ও লতিফ সরকারের মধ্যে বিরোধ চলছিল। সকালে মান্নান মহুরী, তার স্ত্রী ও ছেলেরা আবদুল লতিফের ঘরে ঢুকে টিন ও কাঠের বাটাম জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে মান্নান মহুরী ঘর থেকে ধারালো অস্ত্র বের করে (স্থানীয় ভাষায় ফালা) রিয়াদকে পেটে আঘাত করে- এমন দাবি শিশুটির পরিবারের।
পরে রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মান্নানকে আটক করে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির হোসেন জানান, রিয়াদ নামে ওই শিশুটির পেটে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার পেটের ভুঁড়ি বের হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে পাবনা রেফার্ড করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি আবদুল মান্নানকে আটক করেন।