ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ মার্চ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামে মারামারির ঘটনায় নূর ইসলাম ওরফে ইছা ও তার স্ত্রী হনুফা খাতুনকে খুন করা হয়। এ ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি মেজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকা থেকে র্যাব-১৪ -এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে ৭ মার্চ তারাকান্দা থানার তালদিঘি এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তারা দুজনই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের পচন আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মেজ উদ্দিনকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে ৭ মার্চ আসামি মাইন উদ্দিনকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।