‘অনটেস্ট, পুলিশ, সাংবাদিক-আইনজীবী’ অনেক কিছুই লেখা থাকে মোটর সাইকেলের নম্বর প্লেটে। এবার চোখে পড়েছে, একটি ব্যতিক্রমী নম্বর প্লেট। সেটিতে লেখা ‘নাম্বার দিবো কইছে’, সঙ্গে আছে একটি হাস্যোজ্জ্বল ইমোজিও।
গত ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে ওই মোটরসাইকেলের আরোহী রিমন আহমেদ। এ সময় ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।
মোটরসাইকেলে এমন নম্বর প্লেট দেখে অনেকে হাসি ঠাট্টায় মেতে উঠেন। ব্যতিক্রমী নম্বর প্লেটের ওই মোটরসাইকেলটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় একটি মাদক মামলায় পুলিশ জব্দ রয়েছে।
মোটরসাইকেলের পিছনে এমন লেখা থাকার বিষয়টি ঠাট্টা করার মতো বলে মনে করছে পুলিশ। পাশাপাশি নম্বর ছাড়া এটি এক ধরনের দাম্ভিকতা বলেও মনে করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ চলতি বছরের ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলের আরোহী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। তখন সে বলে তার নাম রাকিব হোসেন। নিজেকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মানিক মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেন। পরে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার নাম রিমন আহমেদ। সে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মিন্টু মিয়া প্রকাশ মিন্টুর ছেলে। এ বিষয়ে পুলিশ ইতোমধ্যেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ধরনের লেখার একটি মোটরসাইকেল থানায় রয়েছে।
মোটরসাইকেলটির বৈধ কোনো কাগজপত্র নেই। এটি মাদক বহনের কাজে ব্যবহৃত হতো। মোটরসাইকেলটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। সূএ: আমাদের সময় ডটকম