কক্সবাজারের চিহ্নিত ডাকাত সর্দার জামাল হোসেন প্রকাশ জামাল (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দখলবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম) আবুল সালাম চৌধুরী জানান, ভোরে সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সর্দার জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি চৌফলদন্ডীর মাইজ পাড়ার মৃত আবুল খাইর ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২টি ডাকাতি, ২টি হত্যা, ১টি খুনসহ ডাকাতি ও ২টি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।