চাঁপাইনবাবগঞ্জের দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ১ হাজার ৮০০ জন সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৩৩ জন ম্যাজিস্ট্রেট ও ১৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
আজ (৩১ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে পুলিশ সদস্যদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।
আব্দুর রকিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এবারও কেন্দ্রগুলোকে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খল বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবেন।
পুলিশ সদস্যদের সুষ্ঠু নির্বাচনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনী প্রচার-প্রচারণার সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে জানান পুলিশ সুপার।