পাকিস্তানের নব্য প্রধানমন্ত্রী মুহম্মদ শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।
মঙ্গলবার তার নির্বাচিত হওয়ার একদিন পরেই ক্ষমতা গ্রহণের পূর্বমূহুর্তে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেহবাজকে দেয়া গার্ড অব অনারে সশস্ত্র বাহিনীর সদস্যরা সালাম দেন। পরে তিনি তার অফিসের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হাউসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
একদিন আগে, শেহবাজ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি শেহবাজকে শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, পিটিআই সভাপতি ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর শেহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত (১১ এপ্রিল) শেহবাজ জাতীয় পরিষদে পিটিআই-এর প্রার্থী শাহ মাহমুদ কুরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।