মেহেরপুরের গাংনীতে ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার পীরতলা গ্রামে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা গ্রাম দিয়ে ইয়াবা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজয় কুমার কুন্ডের নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকারসহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করে।
আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।