নেত্রকোনার বারহাট্টায় ৮ কেজি গাঁজাসহ হীরামন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রাম থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়েছে।
আজ (১৬ মার্চ) সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
ওসি লুৎফুল হক জানান, গাঁজার চালান মজুদ আছে এমন গোপন সংবাদে রাতে লাউফা গ্রামে হীরামনের বাড়িতে অভিযান চালানো হয়। ঘরের সিলিংয়ের ওপর প্লাস্টিকের চারটি বস্তায় থাকা আট কেজি গাঁজা পাওয়ার পর হীরামনকে আটক করা হয়। এ সময় অপর মাদক কারবারি আব্দুল আজিজ দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আটক হীরামনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।