ফাইল ফটো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
সোমবার রাত ৯টার দিকে হরিণাঘাট চৌরাস্তায় এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লা লাঙ্গলকোটের নুরপুর এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. মোজাম্মেল হোসেন (২৩) ও কুমিল্লা সদর দক্ষিণের তাজের ভোমরা গ্রামের মৃত জালাল আহমেদ মো. আল-আমিন (২৭)।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে হরিণাঘাট চৌরাস্তায় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি প্রাইভেটকারের গতিরোধ করে। গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।