খুলনায় তক্ষকসহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এদের মধ্যে তিনজনকে ৬ মাস ও একজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে র্যবের ভ্রাম্যমাণ আদালত।
আজ (২২ নভেম্বর) সকালে র্যাব- ৬ এর উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাতে নগরীর রূপসা স্ট্র্যান্ডরোড মোল্লাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- তক্ষক পাচার চক্রের মূলহোতা ও নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৪৫), রূপসা স্ট্র্যান্ড রোড মোল্লা বাড়ি এলাকার আরিফুল ইসলাম (৪৩) ও পিরোজপুর সদর উপজেলার ফারুক হোসেন বাপ্পী (৩০)।
জরিমানা করা হয়েছে- পিরোজপুর সদর উপজেলার মিজানকে।
র্যাব উপ-অধিনায়ক মেজর আব্দুর রকিব জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র খুলনা মহানগরীর রূপসা স্ট্রান্ডরোড এলাকায় বিলুপ্ত প্রজাতির তক্ষক কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেসময় চারজনকে গ্রেপ্তার করা হয়।