আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল হাকিম বিপ্লব (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শক্রবার (২৮ জানুয়ারী) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বুধবার (২৫ জানুয়ারী) রাত ১২টার দিকে উপজেলার নিথক শিয়ালখোওয়া শ্মশান মোড় এলাকায় বাই-সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। নিহত আব্দুল হাকিম বিপ্লব ওই এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুল হাকিম বিপ্লব বুধবার রাতে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিথক শিয়ালখোওয়া শ্মশান মোড় এলাকায় বাইসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments Box