সাতক্ষীরার কলারোয়া সীমান্তে দুই পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ বদরুজ্জামান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত অস্ত্র ব্যবসায়ী কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে। শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদ পাই। এরপর মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজারমূল্য ১ লাখ ১০ হাজার ২৪০ টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।