নিউজ ডেস্ক : রংপুরের কাউনিয়ায় কবর খুঁড়তে গিয়ে সন্ধান মিলেছে স্বর্ণের তৈরি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। জানতে পেরে মূর্তিটি উদ্ধার করেছে হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিড়ি শিল্প নগড়ী হারাগাছ পৌরসভার সিট সারাই সাহেবপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ইত্তেফাক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হারাগাছের সিট সারাই সাহেবপাড়া গ্রামের হাজেরা বেগমের মরদেহ দাফন করার জন্য স্থানীয় কবরস্থানে কবর খনন করা হয়। খননকাজ করতে গিয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখতে পান খননকারী আবুল কালাম আজাদ। পরে মূর্তিটি স্বর্ণের ভেবে তিনি বাড়িতে নিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা আজাদের বাড়িতে ভিড় জমায়। পরে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে রাধাকৃষ্ণের মূর্তিটি উদ্ধার করে। পরে এটি ওজন করে জানা যায়, মূর্তিটি ১৮ ভরি ১১ আনা ওজনের।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, দুপুরে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আবুল কালামের আজাদের বাড়ি থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি উদ্ধার করে। আজাদ মূর্তিটি স্বর্ণের ভেবে তার হেফাজতে নিয়েছিলেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় পুলিশ তা উদ্ধার করে। মূর্তিটি স্বর্ণের না অন্য ধাতুর তৈরি তা আদালতের নির্দেশে পরীক্ষা করা হবে।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া পিতলের বলে স্থানীয় স্বর্ণকার প্রত্যয়ন দিয়েছে। এরপরও আদালতের নির্দেশে পরীক্ষা-নিরীক্ষা করার আবেদন জানানো হবে এবং মূর্তিটি সংরক্ষণে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।