রেন্ট এ কার কোম্পানির গাড়ি ভাড়া নিয়ে জালিয়াতির মাধ্যমে নিজের নামে গাড়ির কাগজপত্র তৈরি করে গাড়ি আত্মসাৎসহ এনজিওর পরিচয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে মিয়া মো. ইসহাক আলী ওরফে ইসহাক মনী নামে এক প্রতারকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে তেঁজগাও থানা পুলিশ। প্রতারণার শিকার ভুক্তভোগী সাত্তার বলেন, প্রায় এক বছর আগে তাদের নিজেদের ৭টি মাইক্রোবাস ভাড়া নেয় প্রতারক ইসহাক। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে তিনটি গাড়ি অন্যত্র পাঠিয়ে দেয়। একটি গাড়ি নিজের নামে রেখে রাজধানীর তেজঁগাও মনিপুরীপাড়া এলাকায় জেবি নামে একটি গাড়ির শো রুমে বিক্রি করতে গেলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে তেজঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাতে প্রতরাণার শিকার ভুক্তভোগী অভিযোগ করলে জেবি নামে গাড়ির শোরুমে চোরাই গাড়ির বিক্রির সময় প্রতারক ইসহাকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তেজঁগাও থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে। সূূএ:মানবজমিন