আশুলিয়ায় ৭ বছর লুকিয়ে থাকা খুনের প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে চাঞ্চল্যকর সাইদুল বাবুর্চি খুনের মামলার প্রধান আসামি নান্নুকে প্রায় ৭ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তাকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

র‌্যাব-৪ এর ওই কর্মকর্তা জানান, গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর সকালে গাজীপুর জেলার সাবেক জয়দেবপুর থানাধীন (বর্তমানে কোনাবাড়ি থানা) দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশের ধানের জমি থেকে গলাকাটা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের স্বজনরা লাশটি কোনাবাড়ি এলাকার সাইদুল ইসলামের (৩৮) লাশ হিসেবে শনাক্ত করেন।

 

রাকিব মাহমুদ বলেন, লাশ উদ্ধারের আগেরদিন নান্নুর সঙ্গে মোটর সাইকেলে চড়ে বাইরে যাওয়ার পর হতে নিখোঁজ হন সাইদুল। ঘটনার পর থেকে নিহতের সহকর্মী নান্নু শেখ ওরফে নূরনবী (৩৭) পলাতক ছিলেন। ওই মামলার প্রধান আসামি নান্নুকে ৭ বছর পলাতক থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নান্নু শেখ ওরফে নূরনবীর (৩৭) বাড়ি মাগুরা জেলায়। সে নিজের নাম ও ঠিকানা গোপন করে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থেকেছে। তার বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি ও জমি দখলের অভিযোগ রয়েছে।

 

তিনি আরও জানান, গাজীপুরের কোনাবাড়ি এলাকার একই কারখানায় চাকরি করতেন সাইদুল ও নান্নু। সেই সুবাদে সাইদুলকে ফুসলিয়ে তার কাছে থাকা দেড় লাখ টাকা ধার নেন নান্নু। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সাইদুলকে নানাভাবে ঘুরাতে থাকে নান্নু। এক পর্যায়ে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে সাইদুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় নান্নু। রাতে টাকা পরিশোধ না করে সাইদুলকে গলা কেটে খুন করে নান্নু ও তার সহযোগীরা। নিহতের লাশ দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশের ধানের জমিতে ফেলে রেখে তারা পালিয়ে যায় বলে জানিয়েছে গ্রেফতারকৃত নান্নু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আশুলিয়ায় ৭ বছর লুকিয়ে থাকা খুনের প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরে চাঞ্চল্যকর সাইদুল বাবুর্চি খুনের মামলার প্রধান আসামি নান্নুকে প্রায় ৭ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। তাকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

র‌্যাব-৪ এর ওই কর্মকর্তা জানান, গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর সকালে গাজীপুর জেলার সাবেক জয়দেবপুর থানাধীন (বর্তমানে কোনাবাড়ি থানা) দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশের ধানের জমি থেকে গলাকাটা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের স্বজনরা লাশটি কোনাবাড়ি এলাকার সাইদুল ইসলামের (৩৮) লাশ হিসেবে শনাক্ত করেন।

 

রাকিব মাহমুদ বলেন, লাশ উদ্ধারের আগেরদিন নান্নুর সঙ্গে মোটর সাইকেলে চড়ে বাইরে যাওয়ার পর হতে নিখোঁজ হন সাইদুল। ঘটনার পর থেকে নিহতের সহকর্মী নান্নু শেখ ওরফে নূরনবী (৩৭) পলাতক ছিলেন। ওই মামলার প্রধান আসামি নান্নুকে ৭ বছর পলাতক থাকার পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নান্নু শেখ ওরফে নূরনবীর (৩৭) বাড়ি মাগুরা জেলায়। সে নিজের নাম ও ঠিকানা গোপন করে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থেকেছে। তার বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি ও জমি দখলের অভিযোগ রয়েছে।

 

তিনি আরও জানান, গাজীপুরের কোনাবাড়ি এলাকার একই কারখানায় চাকরি করতেন সাইদুল ও নান্নু। সেই সুবাদে সাইদুলকে ফুসলিয়ে তার কাছে থাকা দেড় লাখ টাকা ধার নেন নান্নু। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সাইদুলকে নানাভাবে ঘুরাতে থাকে নান্নু। এক পর্যায়ে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে সাইদুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় নান্নু। রাতে টাকা পরিশোধ না করে সাইদুলকে গলা কেটে খুন করে নান্নু ও তার সহযোগীরা। নিহতের লাশ দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশের ধানের জমিতে ফেলে রেখে তারা পালিয়ে যায় বলে জানিয়েছে গ্রেফতারকৃত নান্নু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com