ফাইল ফটো
রাজশাহী মেট্রপলিটন পুলিশ (আরএমপি) এর নিয়মিত অভিযানে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
আজ বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম।
অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।