রাজধানী কিয়েভ ছেড়ে পোল্যান্ডে পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
শনিবার ইনস্টাগ্রামে নিজ আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন জেলেনস্কি। রাষ্ট্রপতির অফিসে ধারণকৃত ভিডিওতে তিনি দাবি করেন, তিনি কিয়েভ ছেড়ে পালিয়ে যাননি। রাষ্ট্রপতি অফিসের প্রধান আন্দ্রে বোরিসোভিচ অফিসেই আছেন। দেশ ছেড়ে কেউ পালিয়ে যায়নি।
এর আগে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিচেস্লাভ ভোলোডিন দাবি করেছিলেন যে জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন। কারণ হিসেবে তার যুক্তি ছিল- ইউক্রেনের সংসদ সদস্যদের কাছে পৌঁছাতে পারেননি জেলেনস্কি।
পরে গুজব রটে জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারই প্রতিক্রিয়ায় জেলেনস্কি ভিডিওতে ইউক্রেনে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিওতে তিনি আরও বলেন, আমি হাঁটাহাঁটি পছন্দ করি। কিন্তু এখন আমাদের একেবারেই সময় নেই।