বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সে বিষয়ে কথা বলতেই আজ বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল।
জানা গেছে, স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা এবং নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন নিয়েও কথা বলতে পারেন মির্জা ফখরুল।
প্রসঙ্গত, ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগে তারা দুজনেই সেরে ওঠেছেন।