সপ্তাহের প্রথম কার্যদিবসে যেমন অসহনীয় যানজট ছিল ঢাকা শহরে, আজ শেষ কার্যদিবসে এসেও তার কোনো পরিবর্তন দেখা গেল না। আজ বৃহস্পতিবারও তীব্র যানজটের মধ্যে দিয়েই দিন শুরু করেছে ঢাকাবাসী।
সকাল থেকেই রামপুরা, বাড্ডা, গুলশান,মহাখালী, বিমাননন্দর এবং উত্তরা এলাকার মতো যানজট দেখা যাচ্ছে তেজগাঁও, শাহবাগ, ফার্মগেট, মগবাজার,বিজয় সরণি এলাকায়।
উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, এই রাস্তায় সাধারণত ৯টার পর থেকে যানজটের সৃষ্টি হয়। তবে আজ ৮টার পর থেকে যানজট শুরু হয়েছে।
তিনি বলেন, উত্তর বাড্ডা এলাকায় রাস্তা ব্লক করে জামায়াতের কিছু কর্মী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে। ফলে রাস্তাটিতে যান চলাল বন্ধ ছিল প্রায় ২০-২৫ মিনিট। এ কারণে সকাল থেকেই যানজট। বিমানবন্দর থেকে বাড্ডা এবং রামপুরার রাস্তায় সেই জট অব্যহত রয়েছে।
কুড়িল বিশ্বরোডে বাসা থেকে সেগুনবাগিচায় অফিস করেন শামীম হাওলাদার। তিনি বলেন, প্রতিদিনের মতোই আজ আমাদের বাস কুড়িল থেকে ৮টায় ছেড়েছে, কিন্তু বনানী থেকেই যানজট।
উত্তরা থেকে বনানী হয়ে মহাখালী আমতলী পর্যন্ত আসা সিএনজিচালক সাজিদুল ইসলাম বলেন, ধানমন্ডি যাচ্ছি। পথে পথে যানজট, গাড়ি টানতেই পারছি না। প্রতিদিনই যানজট থাকে। আজ যানজটের পরিমাণ অনেক বেশি।
বৈশাখী পরিবহনের হেলপার অনিক সরকার বলেন, প্রতিদিন ৯টার পর থেকে যানজট হয়। কিন্তু আজকে ৮টার পর থেকে জ্যাম। তিনি বলেন, ৮টা ১০ মিনিটে গাবতলী ঢুকেছি, তখন থেকেই জ্যামে পড়েছি। মহাখালী পৌঁছাতে ১০টা বেজেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা শাহরিয়ার হাসান বলেন, রামপুরা, বাড্ডা রাস্তাটিতে প্রচন্ড জ্যাম। পুরো সড়কেই যানজট, দিন যত যাচ্ছে রাজধানীতে যানজট ততই বাড়ছে। সূএ:ঢাকা পোস্ট