অনলাইন জুয়া রাশিয়ায় তিন বাংলাদেশি চিহ্নিত, সক্রিয় ১০৩ সাইট

দেশে বেড়েছে অনলাইন গ্যাম্বলিং। বিদেশ থেকে পরিচালিত কমপক্ষে ১০৩টি সাইট সক্রিয়। এই সাইটগুলোতে ঢুকে দেদারছে জুয়া খেলছে সবাই। আসক্ত হচ্ছে বেশি শিক্ষার্থীরা। করোনার সময় শিক্ষাঙ্গন বন্ধ থাকার কারণে এর ব্যাপকতা বেড়েছে অনেক। শিক্ষার্থী থেকে শুরু করে একজন সিএনজিচালকও এই জুয়ায় মত্ত। বিদেশি সাইট হওয়ার কারণে দেশের টাকা পাচার হচ্ছে বিদেশে। যেসব সাইট বিদেশ থেকে পরিচালিত হচ্ছে ওই সব সাইটগুলোতে ঢুকতে হলে বাংলাদেশি দ্বিগুণ টাকা দিয়ে ওই দেশের কয়েন বা কার্ড ক্রয় করে অনলাইন গ্যাম্বলিংয়ে অংশ নিতে হয়।

এতে বাংলাদেশের অর্থ দ্বিগুণ পাচার হচ্ছে বিদেশে। অনলাইনে ১০৩টি সাইট সক্রিয় আছে। এর ৯০ শতাংশ সাইট রাশিয়া থেকে পরিচালিত হয়। রাশিয়ায় থাকা একাধিক বাংলাদেশি এই সাইটগুলোর কিছু অংশ পরিচালনা করছে। তার মধ্যে ৩ জন বাংলাদেশিকে শনাক্ত করতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ডাটাবেজ এখন সিআইডি’র হাতে।

তদন্তের জন্য সিআইডি তাদের বিস্তারিত ঠিকানা প্রকাশ করতে চায়নি। জানা গেছে, তারা রাশিয়ায় পড়তে গিয়ে আর দেশে ফিরে আসেননি। এদের দুইজনই হচ্ছেন কম্পিউটার প্রকৌশলী। আর একজন অর্থনীতির ছাত্র। তারা সাইটগুলোতে বিভিন্ন অফার দিয়ে অনলাইন জুয়াড়িদের লোভ দেখায়। বাজি ধরা ও অর্থ ট্রান্সফারের সুযোগ- সুবিধার কথা তুলে ধরেন। তারা কেউ কেউ অ্যাপের মাধ্যমে জুয়াড়িদের সঙ্গে কথাও বলে থাকেন। এতে তারা কোটি কোটি টাকা বাংলাদেশের জুয়াড়িদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল ইসলাম তালুকদার  জানান, অনলাইন গ্যাম্বলিং এর সঙ্গে জড়িত থাকার জন্য রাশিয়ায় থাকা তিন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। সাইটগুলো নজরদারিতে আছে।

সিপিসি সূত্রে জানা গেছে, অনলাইন গ্যাম্বলিংগুলো নেট দুনিয়ায় বেটিং সাইট নামে পরিচিত। অনেক সাইটগুলোতে এমনিতেই অনেকে ঢুকতে পারেন। আবার কোনো বেটিং সাইটগুলোতে নিবন্ধন করে ঢুকতে হয়। নিবন্ধন করতে আবার দ্বিগুণ টাকা  দেয়া লাগে। রাশিয়া থেকে পরিচালিত সাইটগুলোতে সেই দেশের অর্থ রুবল দিয়ে কয়েন এবং কার্ড ক্রয়ের মাধ্যমে ঢুকতে হয়। আবার কোনো কোনো সাইটগুলোতে ডলার দিয়ে প্রবেশ করেন। কোনো বেটিং সাইটগুলোতে বিট কয়েনের মাধ্যমে কেউ অনলাইন জুয়ায় অংশ নিচ্ছে।  জুয়ার পর ওই সব অর্থগুলো ক্রেডিট কার্ড, ই-ব্যাংকিংয়ের ও হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে।

সাইটগুলো প্রায় ৯০ শতাংশ রাশিয়ার বাকি ১০ শতাংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে পরিচালিত হয়ে থাকে। সাইটগুলো হচ্ছে, ওয়ান এক্স বিট, বিট ৩৬৫.কম, বিটওয়ে, ৮৮৮ স্পোর্টস, বাইউইন, বিট অ্যাট হোম, ইউনিভেট, বিটসন, নো এক্স বিট, বিট ৩৪৪ হাউ, বিট রেলিং, বিট সো লাইট ১০০, বিট ৭৭, স্পোর্টস ৩৩ কম, বিট হাটসন, বিট ৯৮৭ কম, ইউনিভেট কারেট ০০৯, ইউনিভেট ৯০, ইউনিভেট ৫৬, ইউনিভেট ৪০০৯, ইউনিভেট ৩৩, ইউনিভেট বাইউন ০৯, ইউনিভেট কম ০০, ইউনিভেট ২২, বিটওয়ে ০১, বিটওয়ে ৮৯৮, বিটওয়ে ৩২১, বিটওয়ে ০০০, বিটওয়ে ৮৬৪, সাকসেস বিটওয়ে, বিটওয়ে গে-০৮, বিটওয়ে ফাইভ-১০০, বিটওয়ে ডিপ এয়ার-৩৩, বিটওয়ে ১৭৮, বিটওয়ে ৭৭, ওয়ান এক্স বিট ১০০, ওয়ান এক্স বিট-০১১ ও ওয়ান এক্স বিট ২০০ এসব সাইটে জুয়া খেলা হয়ে থাকে।

সূত্র জানায়, এ ছাড়াও ওয়ান এক্স বিট ৫৫, ওয়ান এক্স বিট ৯৯৯০, ওয়ান এক্স বিট ৬৬, ইউনিভেট ৮৮৮ কম, ওয়ান এক্স বিট ৪৪, ওয়ান এক্স বিট ৯৯, ওয়ান এক্স বিট ৪৩২, বিট কম ০০, বিট কম ২২, বিট কম ৯৯৯, বিট কম ৮৮, বিট কম ৯৮২, বিট কম সো ০০০, বিট কম ৫৫৫, বিট কম ৪৫৪, বাইউইন ডট কম, বাইউইন ০০০, বাইউইন ২১০, বাইউইন ৩৫৪, বাইউইন ৭৮০, বাইউইন ৩৩, বাইউইন ৯৯০, বাইউইন ৬৫৪, ৮৮৮ স্পোটস, ৮২২ স্পোর্টস, ৮৪৪ স্পোর্টস, ৮৯৬ স্পোর্টস, ৮৯৭ স্পোর্টস, ৮০১ ও স্পোর্টস ০০০ সাইটগুলো বর্তমানে সক্রিয় আছে। তবে কিছু কিছু সাইট বিটিআরসি বন্ধ করে দিয়েছে। সাইটগুলো বন্ধ হলেও চক্রটি আবার নতুন করে ওই নামে শুধু সংখ্যা বদল করে আরেকটি অনলাইন জুয়ার নতুন সাইট খুলেছে।

সূত্র জানায়, রাশিয়ায় থাকা তিন বাংলাদেশির ছবিসহ ডাটাবেজ এখন সিআইডি’র হাতে। তাদের তিনজনের মধ্যে একজনের বাড়ি নোয়াখালী জেলায়, একজনের নরসিংদীর বেলাবো এলাকায় আরেকজনের বরিশাল জেলার মুলাদি এলাকায়।   সূএ: মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

» বিশেষ অভিযান চালিয়ে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৯জন গ্রেপ্তার

» মাদারীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতিকে কুপিয়ে জখম

» ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

» বাইরে থেকে যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের স্যাংশন দেবে: প্রধানমন্ত্রী

» আজ শনিবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» আগামীতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় আসে না : নানক

» নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

» ইসলামপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইন জুয়া রাশিয়ায় তিন বাংলাদেশি চিহ্নিত, সক্রিয় ১০৩ সাইট

দেশে বেড়েছে অনলাইন গ্যাম্বলিং। বিদেশ থেকে পরিচালিত কমপক্ষে ১০৩টি সাইট সক্রিয়। এই সাইটগুলোতে ঢুকে দেদারছে জুয়া খেলছে সবাই। আসক্ত হচ্ছে বেশি শিক্ষার্থীরা। করোনার সময় শিক্ষাঙ্গন বন্ধ থাকার কারণে এর ব্যাপকতা বেড়েছে অনেক। শিক্ষার্থী থেকে শুরু করে একজন সিএনজিচালকও এই জুয়ায় মত্ত। বিদেশি সাইট হওয়ার কারণে দেশের টাকা পাচার হচ্ছে বিদেশে। যেসব সাইট বিদেশ থেকে পরিচালিত হচ্ছে ওই সব সাইটগুলোতে ঢুকতে হলে বাংলাদেশি দ্বিগুণ টাকা দিয়ে ওই দেশের কয়েন বা কার্ড ক্রয় করে অনলাইন গ্যাম্বলিংয়ে অংশ নিতে হয়।

এতে বাংলাদেশের অর্থ দ্বিগুণ পাচার হচ্ছে বিদেশে। অনলাইনে ১০৩টি সাইট সক্রিয় আছে। এর ৯০ শতাংশ সাইট রাশিয়া থেকে পরিচালিত হয়। রাশিয়ায় থাকা একাধিক বাংলাদেশি এই সাইটগুলোর কিছু অংশ পরিচালনা করছে। তার মধ্যে ৩ জন বাংলাদেশিকে শনাক্ত করতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ডাটাবেজ এখন সিআইডি’র হাতে।

তদন্তের জন্য সিআইডি তাদের বিস্তারিত ঠিকানা প্রকাশ করতে চায়নি। জানা গেছে, তারা রাশিয়ায় পড়তে গিয়ে আর দেশে ফিরে আসেননি। এদের দুইজনই হচ্ছেন কম্পিউটার প্রকৌশলী। আর একজন অর্থনীতির ছাত্র। তারা সাইটগুলোতে বিভিন্ন অফার দিয়ে অনলাইন জুয়াড়িদের লোভ দেখায়। বাজি ধরা ও অর্থ ট্রান্সফারের সুযোগ- সুবিধার কথা তুলে ধরেন। তারা কেউ কেউ অ্যাপের মাধ্যমে জুয়াড়িদের সঙ্গে কথাও বলে থাকেন। এতে তারা কোটি কোটি টাকা বাংলাদেশের জুয়াড়িদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল ইসলাম তালুকদার  জানান, অনলাইন গ্যাম্বলিং এর সঙ্গে জড়িত থাকার জন্য রাশিয়ায় থাকা তিন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। সাইটগুলো নজরদারিতে আছে।

সিপিসি সূত্রে জানা গেছে, অনলাইন গ্যাম্বলিংগুলো নেট দুনিয়ায় বেটিং সাইট নামে পরিচিত। অনেক সাইটগুলোতে এমনিতেই অনেকে ঢুকতে পারেন। আবার কোনো বেটিং সাইটগুলোতে নিবন্ধন করে ঢুকতে হয়। নিবন্ধন করতে আবার দ্বিগুণ টাকা  দেয়া লাগে। রাশিয়া থেকে পরিচালিত সাইটগুলোতে সেই দেশের অর্থ রুবল দিয়ে কয়েন এবং কার্ড ক্রয়ের মাধ্যমে ঢুকতে হয়। আবার কোনো কোনো সাইটগুলোতে ডলার দিয়ে প্রবেশ করেন। কোনো বেটিং সাইটগুলোতে বিট কয়েনের মাধ্যমে কেউ অনলাইন জুয়ায় অংশ নিচ্ছে।  জুয়ার পর ওই সব অর্থগুলো ক্রেডিট কার্ড, ই-ব্যাংকিংয়ের ও হুন্ডির মাধ্যমে টাকা পাচার হচ্ছে।

সাইটগুলো প্রায় ৯০ শতাংশ রাশিয়ার বাকি ১০ শতাংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে পরিচালিত হয়ে থাকে। সাইটগুলো হচ্ছে, ওয়ান এক্স বিট, বিট ৩৬৫.কম, বিটওয়ে, ৮৮৮ স্পোর্টস, বাইউইন, বিট অ্যাট হোম, ইউনিভেট, বিটসন, নো এক্স বিট, বিট ৩৪৪ হাউ, বিট রেলিং, বিট সো লাইট ১০০, বিট ৭৭, স্পোর্টস ৩৩ কম, বিট হাটসন, বিট ৯৮৭ কম, ইউনিভেট কারেট ০০৯, ইউনিভেট ৯০, ইউনিভেট ৫৬, ইউনিভেট ৪০০৯, ইউনিভেট ৩৩, ইউনিভেট বাইউন ০৯, ইউনিভেট কম ০০, ইউনিভেট ২২, বিটওয়ে ০১, বিটওয়ে ৮৯৮, বিটওয়ে ৩২১, বিটওয়ে ০০০, বিটওয়ে ৮৬৪, সাকসেস বিটওয়ে, বিটওয়ে গে-০৮, বিটওয়ে ফাইভ-১০০, বিটওয়ে ডিপ এয়ার-৩৩, বিটওয়ে ১৭৮, বিটওয়ে ৭৭, ওয়ান এক্স বিট ১০০, ওয়ান এক্স বিট-০১১ ও ওয়ান এক্স বিট ২০০ এসব সাইটে জুয়া খেলা হয়ে থাকে।

সূত্র জানায়, এ ছাড়াও ওয়ান এক্স বিট ৫৫, ওয়ান এক্স বিট ৯৯৯০, ওয়ান এক্স বিট ৬৬, ইউনিভেট ৮৮৮ কম, ওয়ান এক্স বিট ৪৪, ওয়ান এক্স বিট ৯৯, ওয়ান এক্স বিট ৪৩২, বিট কম ০০, বিট কম ২২, বিট কম ৯৯৯, বিট কম ৮৮, বিট কম ৯৮২, বিট কম সো ০০০, বিট কম ৫৫৫, বিট কম ৪৫৪, বাইউইন ডট কম, বাইউইন ০০০, বাইউইন ২১০, বাইউইন ৩৫৪, বাইউইন ৭৮০, বাইউইন ৩৩, বাইউইন ৯৯০, বাইউইন ৬৫৪, ৮৮৮ স্পোটস, ৮২২ স্পোর্টস, ৮৪৪ স্পোর্টস, ৮৯৬ স্পোর্টস, ৮৯৭ স্পোর্টস, ৮০১ ও স্পোর্টস ০০০ সাইটগুলো বর্তমানে সক্রিয় আছে। তবে কিছু কিছু সাইট বিটিআরসি বন্ধ করে দিয়েছে। সাইটগুলো বন্ধ হলেও চক্রটি আবার নতুন করে ওই নামে শুধু সংখ্যা বদল করে আরেকটি অনলাইন জুয়ার নতুন সাইট খুলেছে।

সূত্র জানায়, রাশিয়ায় থাকা তিন বাংলাদেশির ছবিসহ ডাটাবেজ এখন সিআইডি’র হাতে। তাদের তিনজনের মধ্যে একজনের বাড়ি নোয়াখালী জেলায়, একজনের নরসিংদীর বেলাবো এলাকায় আরেকজনের বরিশাল জেলার মুলাদি এলাকায়।   সূএ: মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com