ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ:
মূলঃ ফ্রানজ কাফকা, বই – লেটার্স টু মিলেনা (Franz Kafka, Letters to Milena)
আমরা দু’জন কখনোই একসাথে বাস করতে পারব না, কখনোই একই এপার্টমেন্টে থাকব না, পরস্পরকে জড়িয়ে থাকব না, একই টেবিলে বসব না, এমনকি কোনোদিন এক শহরেও বসবাস করব না…..তবে একসাথে না থাকতে পারলেও আমরা চাই মৃত্যুর আগে অন্তত একে অপরের পাশে খুশি মনে শুয়ে থাকতে।
সূএ: ডেইলি-বাংলাদেশ ডটকম