আশরাফুল ইসলাম:
==================
এটি নিছক কোন গল্প কবিতা নয়
নয় কোন নাটক, সিনেমার থ্রিলার
এখন এই শহরেরই এক প্রান্তে আমার
অন্য প্রান্তে বসবাস তোমার।
হয়তো দূরুত্ব বিবেচনায় তা খুব বেশি নয়
কিন্ত জীবনের ছন্দে তা বিস্তর ব্যবধান।
একদা তোমার কুহুকিনি ডাকে
ঘুম ভাঙানো ভোর হতো আমার
প্রতিদিন শিউলি ফুলের মালা হাতে জানাতে প্রিয় অভ্যর্থনা
তুমি কখন আমার সামনে এসে দাঁড়াবে
এ ছিলো প্রত্যয় আমার
তাই হয়ত এটাই নিয়মিত রুটিন ছিলো তোমার।
কিন্ত এখন তুমি এক অচেনা পড়শি আমার
তোমার সঙ্গে এখন থাকে নাতি-নাতনির দল
তোমার হাসিতেও এখন আর মুক্তো ঝরেনা
আর আমারও নেই সেই ঈর্ষণীয় বাহুবল।
আজ তুমি আমি এক ভিন্ন গ্রহের মানুষ এই অবেলায়
তোমার আমার প্রথম দেখা প্রেম পরিণয়
সবই ধুলায় ধূসরিত; মলিন বেদনায়
শুধু স্মৃতিগুলো অমলিন অবিনশ্বর
তবে কার পাপেতে এমন হলো
তা কেবল জানেন ঈশ্বর।।।
Facebook Comments Box