প্রতীকী ছবি
মোহাম্মদ আসাদুল্লাহ
শিশির নিশ্চিত জানে রোদেলা সকালে শেষ হবে
তবুও ভোরের সূর্যকে আগলে রাখে শেষঅব্দি।
ধীরে ধীরে এক এক করে রাতভর অগনিত
সূর্যের সাথে নেই বিভেদ হয় দেখা ক্ষণিকের।
প্রনয় প্রেমের গায়ে গড়ে উঠেছে খুব যতনে
বিশ্বাস আস্থা নিয়ে একটু একটু করে গোপনে।
সাহস হয়ে উঠে তবেই তা গৌরবে শতদল
জ্বলতে থাকা ধুমকেতুর মত ছুটে ফিরে পথ।
অনেক অনেক প্রত্যাশার বুকে ভবিতব্য হয়ে
জন্মের আগে মিলিয়ে যায় ভিন্ন সুরের রাগিণী।
ছন্দ তালে দরদে জমে উঠার আগে সরবরে
শেষ বার কিন্নরী চোখ মেলে আলেয়ার মতই।
আমি তাকে এড়াতে পারিনা সে আমার ভবিতব্য।
ক্ষণিকের দেখায় হেরে গিয়েও হয় পুনর্জন্ম।
সূএ:ডেইলি-বাংলাদেশ