সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়

ছবি সংগৃহীত

 

অনেকেই আছেন বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে পছন্দ করেন। এজন্য দূর দুরান্তে ছুটে যান বন্ধুদের নিয়ে। তবে জানেন কি? জাপানে এমন এক রেস্তোরাঁ আছে যেখানে খাবারের সঙ্গে ফ্রি পাবেন সুন্দরীদের আপ্যায়ন। তাদের আপ্যায়ন যদিও একটু ভিন্ন কারণ তাদের হাতে চড়, থাপ্পড়, কিল, ঘুষি খেতে হবে আপনাকে।

অবাক হচ্ছেন নিশ্চয়ই? কারণ টাকা খরচ করে সবাই মজার মজার খাবার খেতে যায় কিছু মার খেতে যাবে কে! কিন্তু জানেন কি? জাপানের এই রেস্তোরাঁ মূলত এ কারণেই এত জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক অদ্ভুতুড়ে রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই মূলত মানুষ পরিচিত হয়েছেন এই রেস্তোরাঁর সঙ্গে।

 

gvtv

জাপানের নাগোয়া নামের এক জায়গার শচিহোকোয়া নামের একটি রেস্তোরাঁ। ২০১২ সালে প্রথম এই ‘অদ্ভুতুড়ে সার্ভিস’ শুরু করেন রেস্তোরাঁর মালিক। রেস্তোরাঁর অন্যান্য খাবারের তালিকার পাশাপাশি, মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ। নাম, ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’৷ দাম জাপানি মুদ্রায় ৩০০ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় ২২৫ টাকা। অর্থাৎ কোনো ক্রেতা চাইলে ২২৫ টাকা দিয়ে নাগোয়ার নারীর চড় খেতে পারেন৷ উত্তর খাবার বৈকি!

 

জাপানি ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরিহিত রেস্তোরাঁর ওয়েট্রেস যত জোড়ে তার ক্রেতাকে থাপ্পড় মারেন, তত বেশি সেই ক্রেতা উত্তেজিত হয়ে পড়েন। যারা চড় খেতে আসেন, তারা বলেন, এতে তাদের ব্যথা লাগে না। বরং থাপ্পড় খেয়ে অনেক স্ট্রেস রিলিফ হয়।

প্রথম প্রথম রেস্তোরাঁর নারী কর্মীদের দিয়েই এই থাপ্পড় খাওয়াতেন রেস্তোরাঁর মালিক। পরে শুধু চড় মারার জন্যই তরুণীদের নিয়োগ করা শুরু হয়। চড় খেতে আসার ক্রেতার সংখ্যাও বাড়ে হুহু করে। এমনকি, পছন্দের সুন্দরী তরুণীর হাতে একের পর এক থাপ্পড় খাওয়ার জন্য পকেট থেকে আরও ২০০ ইয়েন বেশি খসাতেও রাজি হন অনেকে। অর্থাৎ পছন্দের তরুণীর হাতে থাপ্পড় খাওয়ার দাম হল ৫০০ ইয়েন।

rdrd

তবে, অনেকেই ভাবছেন, এই রেস্তোরাঁয় শুধু পুরুষদেরই আনাগোনা বেশি। এমনটা কিন্তু নয়। পুরো বিষয়টার সঙ্গে খানিক যৌনতা জড়িয়ে থাকলেও, এই রেস্তোরাঁয় রিল্যাক্স হতে চড় খেতে আসা নারীদের সংখ্যাও কিন্তু কম নয়। মূলত থেরাপির মতো কাজ করে এই চড় থাপ্পড়, এমনটাই মনে করেন রেস্তোরাঁর মালিক এবং ক্রেতারা।

সম্প্রতি এই রেস্তোরাঁর এই অদ্ভুতুড়ে সার্ভিসের ভিডিও চতুর্দিকে ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মালিক। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন, পয়সা নিয়ে চড় খাওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছেন তারা। তাই ওই প্রত্যাশা নিয়ে রেস্তোরাঁয় গেলে হতাশ হতে হবে তাদের।   সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

» ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে আটক করেছে পুলিশ

» নির্বাচন ব্যবস্থা হাসিনা ভাঙেনি, ভেঙেছে তার বাপ প্রথম ভোট চোর ও ব্যাংক ডাকাত শেখ মুজিব: দুদু

» জাতীয় পার্টির অফিস ভাঙচুরের সঙ্গে গণঅধিকার জড়িত নয়: রাশেদ খান

» যারা গালির স্লোগান দিচ্ছে তারাই জেনজিদের প্রতিনিধিরা, এরকম গালি শুনব তা কল্পনাও করতে পারিনি: নিলোফার চৌধুরী

» নির্বাচন নয়, আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

» অস্ত্র ও গুলিসহ ৪ বনদস্যু আটক

» বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

» একাদশে চূড়ান্ত ভর্তি শুরু রোববার

» বাকখালী নদী অবশ্যই অবৈধ দখল মুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুন্দরীদের চড়-থাপ্পড় খেতে হয় যে রেস্তোরাঁয়

ছবি সংগৃহীত

 

অনেকেই আছেন বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে পছন্দ করেন। এজন্য দূর দুরান্তে ছুটে যান বন্ধুদের নিয়ে। তবে জানেন কি? জাপানে এমন এক রেস্তোরাঁ আছে যেখানে খাবারের সঙ্গে ফ্রি পাবেন সুন্দরীদের আপ্যায়ন। তাদের আপ্যায়ন যদিও একটু ভিন্ন কারণ তাদের হাতে চড়, থাপ্পড়, কিল, ঘুষি খেতে হবে আপনাকে।

অবাক হচ্ছেন নিশ্চয়ই? কারণ টাকা খরচ করে সবাই মজার মজার খাবার খেতে যায় কিছু মার খেতে যাবে কে! কিন্তু জানেন কি? জাপানের এই রেস্তোরাঁ মূলত এ কারণেই এত জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক অদ্ভুতুড়ে রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই মূলত মানুষ পরিচিত হয়েছেন এই রেস্তোরাঁর সঙ্গে।

 

gvtv

জাপানের নাগোয়া নামের এক জায়গার শচিহোকোয়া নামের একটি রেস্তোরাঁ। ২০১২ সালে প্রথম এই ‘অদ্ভুতুড়ে সার্ভিস’ শুরু করেন রেস্তোরাঁর মালিক। রেস্তোরাঁর অন্যান্য খাবারের তালিকার পাশাপাশি, মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ। নাম, ‘নাগোয়া লেডিস স্ল্যাপ’৷ দাম জাপানি মুদ্রায় ৩০০ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় ২২৫ টাকা। অর্থাৎ কোনো ক্রেতা চাইলে ২২৫ টাকা দিয়ে নাগোয়ার নারীর চড় খেতে পারেন৷ উত্তর খাবার বৈকি!

 

জাপানি ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরিহিত রেস্তোরাঁর ওয়েট্রেস যত জোড়ে তার ক্রেতাকে থাপ্পড় মারেন, তত বেশি সেই ক্রেতা উত্তেজিত হয়ে পড়েন। যারা চড় খেতে আসেন, তারা বলেন, এতে তাদের ব্যথা লাগে না। বরং থাপ্পড় খেয়ে অনেক স্ট্রেস রিলিফ হয়।

প্রথম প্রথম রেস্তোরাঁর নারী কর্মীদের দিয়েই এই থাপ্পড় খাওয়াতেন রেস্তোরাঁর মালিক। পরে শুধু চড় মারার জন্যই তরুণীদের নিয়োগ করা শুরু হয়। চড় খেতে আসার ক্রেতার সংখ্যাও বাড়ে হুহু করে। এমনকি, পছন্দের সুন্দরী তরুণীর হাতে একের পর এক থাপ্পড় খাওয়ার জন্য পকেট থেকে আরও ২০০ ইয়েন বেশি খসাতেও রাজি হন অনেকে। অর্থাৎ পছন্দের তরুণীর হাতে থাপ্পড় খাওয়ার দাম হল ৫০০ ইয়েন।

rdrd

তবে, অনেকেই ভাবছেন, এই রেস্তোরাঁয় শুধু পুরুষদেরই আনাগোনা বেশি। এমনটা কিন্তু নয়। পুরো বিষয়টার সঙ্গে খানিক যৌনতা জড়িয়ে থাকলেও, এই রেস্তোরাঁয় রিল্যাক্স হতে চড় খেতে আসা নারীদের সংখ্যাও কিন্তু কম নয়। মূলত থেরাপির মতো কাজ করে এই চড় থাপ্পড়, এমনটাই মনে করেন রেস্তোরাঁর মালিক এবং ক্রেতারা।

সম্প্রতি এই রেস্তোরাঁর এই অদ্ভুতুড়ে সার্ভিসের ভিডিও চতুর্দিকে ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মালিক। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন, পয়সা নিয়ে চড় খাওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছেন তারা। তাই ওই প্রত্যাশা নিয়ে রেস্তোরাঁয় গেলে হতাশ হতে হবে তাদের।   সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com