এক কোটি টিকা দেওয়ার জন্য বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চলবে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এক কোটির ওপরে টিকা দিতে পারবো বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হাকিম মিয়া।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরো বেশি দিতে পারবো।
প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কিনা? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজকে টার্গেট পূরণ না হলে সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম।