ছবি:সংগৃহীত
যারা ঢাকা সিটির বিভিন্ন এলাকায় নাশকতা করছে তাদের এ ধরনের পরিকল্পনা ও নাশকতা কখনোই সফল হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. মহিদ উদ্দিন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ড. মহিদ উদ্দিন বলেন, মহানগর পুলিশ নগরবাসীর জীবন নিরাপত্তা ও তাদের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। যেমন আগে দিয়ে যাচ্ছিল, এখনো দিয়ে যাচ্ছে। আগামীতেও সেটি দেবে। এটি আমাদের দায়িত্বের অংশ এবং সেই দায়িত্ব পালনে পুলিশ দৃঢ় অবস্থানে ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, যারা নাশকতা করছে তাদের মূল উদ্দেশ্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে বাস্তবায়ন করতে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করা। এর ফলে সাধারণ মানুষ যারা আয় করে চলে এবং পরিবহন সেক্টরে আছে তারা যেন রাস্তায় না আসে। এটাই তাদের মূল লক্ষ্য। কখনো দলীয় লোকজন আবার নিয়োগকৃত লোকজনের ভাড়াকৃত লোকজন দিয়ে এসব নাশকতা করা হয়। এক্ষেত্রে রাজনৈতিক লোকজন তাদের নিয়ে দুই থেকে তিনদিন আগে পরিকল্পনা করে এবং তাদের টাকা দিয়ে এসব করানো হয়। আমরা এসব ঘটনায় যাকে তাকে গ্রেফতার করছি না। যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা তাদেরকেই গ্রেফতার করছি যারা রাইট ম্যান।
তিনি জানান, যারা বাসে আগুন দেয় তারা মূলত যাত্রী বেসে ওঠে। এরপর সিটে বসে তাদের কাছে থাকা পেট্রোলে আগুন দিয়ে দ্রুত নেমে যায়। অনেক সময় তারা দূর থেকে কোনো কিছু ছুড়ে মারার চেষ্টা করে।
তিনি আরও জানান, পুলিশের টহল জোরদার রয়েছে এবং বিভিন্ন চেকপোষ্টে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। নাশকতাকারীরা যেখানেই থাকুক না কেন, যে অবস্থানে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে। এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শুধুমাত্র মিরপুর থানা এলাকা থেকে গ্রেফতারকৃত সাতজন জবানবন্দি দিয়েছে। এছাড়া মতিঝিল ও পল্টন থানা এলাকায় গ্রেফতারকৃতরা জবানবন্দিতে বিভিন্ন তথ্য দিয়েছে।