ছবি সংগৃহীত
মোহাম্মদপুর-আদাবর ও শেরে বাংলা নগর এলাকার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনকে শৈল্পিকভাবে সাজানোর প্রত্যয় জানিয়েছেন আসনটিতে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
আজ বেলা সোয়া ১টার দিকে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেন দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
মনোনয়ন হাতে পেয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোহাম্মদপুর-আদাবর এলাকায় শান্তির সুবাতাস বইবে। এই এলাকাকে শৈল্পিকভাবে সাজানো হবে।
নবম ও দশম সংসদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন জাহাঙ্গীর কবির নানক। একাদশ সংসদে দলের মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।
এবার মনোনয়ন ফরম বিক্রির আগেই আলোচনা ওঠে জাহাঙ্গীর কবির নানক পুনরায় ঢাকা-১৩ থেকে দলের মনোনয়ন পাচ্ছেন।
রোববার (২৬ নভেম্বর) মনোনয়ন ঘোষণাকালে তার নাম প্রকাশ করা হয়। এরপরই ঢাকা-১৩ আসনে একাধিক স্থানে মিছিল হয়।
রোববার রাতেই জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাদেক খানের বাসায় যান। তবে এ সময় তাকে বাসায় না পেয়ে ফিরে আসেন নানক।
এ বিষয়ে জানতে চাইলে সাদেক খান ঢাকা মেইলকে বলেন, আমি বাসায় ছিলাম না। আমার ভাই অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম। আমি না থাকলে বাসার গেট তো বন্ধই থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্বতন্ত্র নির্বাচন করব না। আমি নানক ভাইয়ের পক্ষে আছি, নৌকার পক্ষে আছি।
তবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানও এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জাহাঙ্গীর কবির নানক বজলুর রহমানের সঙ্গে দেখা করেন।
নগর আওয়ামী লীগের এই সভাপতিও নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সূএ:ঢাকা মেইল ডটকম