ফাইল ফটো
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েই টুক করে ডিলিট করে দিল। আপনি হোয়াটসঅ্যাপ খুলে দেখলেন লেখা রয়েছে ‘মেসেজ ডিলিট’। এটা দেখার পর থেকেই মনের ভেতরে নানা রকম প্রশ্ন ঘুরতে থাকে। কী এমন মেসেজ ছিল যা দেখার আগেই ডিলিট করে দিতে হল। কৌতূহলের চোটে সেই ব্যক্তিতে জিজ্ঞাসাও করে ফেলেন অনেকে। কিন্তু তাও যে মন মানতে চাই না। মনে হয় সত্যিটা হয়তো বলছেন না। হয়তো মেসেজে অন্য কিছু পাঠিয়েছিল এখন অন্য কিছু বলছে।
হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে ‘Delete for Everyone’ ফিচার্স নিয়ে আসা হয়েছিল। এর জেরে বেশ অনেকটাই সুবিধা হয়েছিল ব্যবহারকারীদের। কারণ কখনও ভুল করে কোনো মেসেজ চলে গেলে ডিলিট ফর এভরিওয়ান করতেই সব চ্যাট গায়েব হয়ে যেত। গুরুত্বপূর্ণ বিষয় হল অনেকেই জানেন না, ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের ডিলিট হওয়া মেসেজ পড়তে চাইলে এর জন্য থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে ৷ এর মধ্যে WAMR ও WhatsRemoved+ অন্যতম।
এই অ্যাপ ডাউনলোড করে কয়েকটি Permission দিতে হবে। ‘Delete for Everyone’ করা সব মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে।
ডিলিটেড মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷ ডিলিট হওয়ার পরও এই অ্যাপে আপনি মেসেজ পড়তে পারবেন। আইওএস বা আইফোনে থার্ড পার্টি অ্যাপে মেসেজ সেভ হওয়া এই সুবিধা পাওয়া যায় না।
সূএ:ডেইলি-বাংলাদেশ