‘বিএনপি-জামায়াত সিরিজ আন্দোলনের নামে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এগারো দিনের জ্বালাও-পোড়াও কর্মসূচি ঘোঘণা করেছে। তারা জাতির জনকের জন্মদিনকে সামনে রেখে জ্বালাও পোড়াওয়ের এ কর্মসূচি ঘোষণা করেছে।’
শুক্রবার বিকেলে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৫নম্বর ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বাহাউদ্দিন নাছিম বলেন, তারা জনগণকে নিয়ে আন্দোলন করে না, জ্বালাও-পোড়াও তাদের আন্দোলনের একমাত্র শক্তি। বিএনপি-জামায়াতের এ দেশবিরোধী অপরাজনীতি প্রতিহত করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খাঁন শান্তর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিসবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, কার্যনির্বাহী সদস্য সালাহ্ উদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক এস কে বাদল, সদস্য হাজী ইলিয়াছুর রহমান বাবুল, সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ড. খন্দকার তানজীর মান্নান, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৬৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূইয়া সেন্টু প্রমুখ।