পোশাকের কারণে বহুবারই নেটবাসীর রোষের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা অরোরা। ওই একই কারণে ফের তিনি চর্চায়। হলেন চরম কটাক্ষের শিকার। বৃহস্পতিবার মুম্বাইয়ের রাস্তায় প্যান্ট ছাড়া বের হয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
কলার তোলা ঢিলেঢালা সাদা শার্ট। তার উপরে ঘিয়ে রঙা সোয়েটার। সেটিও তার শরীরের তুলনায় বেশ খানিকটা বড়। মুখে মাস্ক। এমনই ছিল মালাইকার সাজ। ওই অবস্থায় সান্তাক্রুজে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন অভিনেত্রী। নিয়মমাফিক তার পিছু নিয়েছিলেন পাপারাৎজিরা।
ভিডিও এবং ছবি পোস্ট হওয়ার পরই ব্যঙ্গ বিদ্রূপ করতে হাজির নেটবাসী। নায়িকার সাজগোজকে কটাক্ষ করে কেউ লেখেন, ‘প্যান্ট পরতে ভুলে গেছেন নাকি?’ কারও বা তার দাদুর সোয়েটারের কথা মনে পড়ে যায়। কেউ ঠাট্টা করে প্রশ্ন করেন, ‘মালাইকার ঠান্ডা লাগে না?
পোশাক দেখে চরিত্র বিচারের বিরুদ্ধে কথা বলেন বহু তারকা। কিন্তু মালাইকা সেই প্রতিবাদকে রাস্তায় নামিয়েছেন। নিজের পছন্দের মতো পোশাক পরতে ভালোবাসেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল। কটূক্তি, কুমন্তব্য, অশ্লীল কথাবার্তায়ও তিনি নিজেকে আটকান না কোনো দিন।
এর আগে ব্রা ছাড়া পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন মালাইকা। তা নিয়েও তোলপাড় হয় নেটমাধ্যম। কিন্তু তিনি নির্ভীক। তার প্রমাণ আবারও দিলেন অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সাবেক স্ত্রী এবং অর্জুন কাপুরের বর্তমান প্রেমিকা মালাইকা।,