ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ
মূল: হারুকি মুরাকামি (উপন্যাস- দ্য উইন্ড-আপ বার্ড ক্রনিকল)
জীবনের ঘূর্ণাবর্তের মধ্যে পতিত মানুষেরা জীবন সম্পর্কে যতটুকু বুঝতে পারে, জীবন তার চেয়েও অনেক বেশি সীমিত বলে আমি মনে করি।
জীবন চলার পথ খুব কম সময়ের জন্যেই আলোকিত হয়ে থাকে- সম্ভবত কেবলমাত্র কয়েক মুহূর্তের জন্যে। এই আলো চলে যাওয়ার আগে এর উদ্ভাস যদি কেউ অনুভব করতে ব্যর্থ হয়, তাহলে সারাজীবনই তাকে গভীর আশাহীন একাকীত্ব ও অনুশোচনার মধ্যে বাস করতে হতে পারে।
সেই প্রায়ান্ধকার পৃথিবীতে কখনোই আর তার পক্ষে কোনোকিছুর জন্যে অপেক্ষা করা সম্ভব হয় না। সে তখন তার হাতের মধ্যে ধারণ করে শুধুই নিজের বিবর্ণ লাশ, যা সে হয়েছে বা হবে।’
-মি. ওকাদা’র প্রতি লেফটেন্যান্ট মামিয়া
সৃএ: ডেইলি-বাংলাদেশ