বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় টিকা তথা বুস্টার ডোজ নিয়েছেন।
বুধবার বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই করোনার প্রথম ডোজ নেন বেগম খালেদা জিয়া। এর একমাস পর ১৮ আগস্ট (২০২১) দ্বিতীয় ডোজ নেন বিএনপি চেয়ারপার্সন।