না জানিয়ে বাবার পকেট থেকে নেওয়া টাকা কি ফেরত দিতে হবে?

ফাইল ফটো

 

বাবাকে না জানিয়ে তার পকেট বা মানিব্যাগ বা অন্য কোনো উৎস থেকে টাকা নেওয়া সন্তানের জন্য বৈধ নয়। তবে যে সন্তানদের ভরণপোষণের খরচ দেওয়া বাবার ওপর ওয়াজিব (যেমন মেয়ে যদি বাবার অভিভাবকত্বে থাকে বা ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক হয়) বাবা যদি তাদের অত্যাবশ্যকীয় খরচ ঠিক মতো না দেন, তাহলে তারা প্রয়োজন পরিমাণ টাকা নিতে পারে তাকে না জানিয়ে।

হাদিসে এসেছে- আয়েশা (রা.) বলেন, হিন্দা বিনতে উতবা (রা.) নবীজিকে (সা.) বলেন, আবু সুফিয়ান খুবই কৃপণ। আমার ও আমার সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু সে দেয় না। আমি তাকে না জানিয়ে প্রয়োজন পরিমাণ অর্থ তার কাছ থেকে নিয়ে নেই। রাসূল (সা.) বললেন, নিজের জন্য ও সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। (সহিহ বুখারি: ৫৩৬৪, সহিহ মুসলিম ১৭১৪)

প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য বাবার পকেট থেকে টাকা সরানো হারাম। কারণ তাদের ভরণপোষণের খরচ দেওয়া বাবার ওপর ওয়াজিব নয়। বাবার অভিভাবকত্বে থাকা মেয়েরা যদি অত্যাবশ্যকীয় প্রয়োজনের বাইরে টাকা নেয়, তাও হারাম হবে।

তাই ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বা মেয়েরা যদি অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাবার পকেট থেকে টাকা সরায়, তাহলে তা ফিরিয়ে দেওয়া ওয়াজিব। সঠিক পরিমাণ না জানা থাকলে প্রবল ধরাণা অনুযায়ী একটি পরিমাণ ঠিক করে তা ফিরিয়ে দিতে হবে।

টাকা সরানোর কথা বাবাকে জানানো আবশ্যক নয়। বরং যে কোনোভাবে ওই পরিমাণ অর্থ তার কাছে পৌঁছালেই হবে। একবারে বা কয়েক বারেও এই অর্থ পরিশোধ করা যেতে পারে।

তবে যদি টাকা সরানোর কথা জানানো সম্ভব হয় এবং তিনি খুশি মনে ওই টাকার দাবি ছেড়ে দেন, তাহলে টাকা ফেরত দিতে হবে না।

সূূএ: ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে আওয়ামী লীগ: মঈন খান

» ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

» পাউরুটি কীভাবে খেলে ওজন কমবে?

» সেই শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা

» প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প!

» সহোদর দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

» অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

» পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

» কিমা পুরি তৈরির রেসিপি

» এই সরকার অবশ্যই বৈধ তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয় : শিশির মনির

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

না জানিয়ে বাবার পকেট থেকে নেওয়া টাকা কি ফেরত দিতে হবে?

ফাইল ফটো

 

বাবাকে না জানিয়ে তার পকেট বা মানিব্যাগ বা অন্য কোনো উৎস থেকে টাকা নেওয়া সন্তানের জন্য বৈধ নয়। তবে যে সন্তানদের ভরণপোষণের খরচ দেওয়া বাবার ওপর ওয়াজিব (যেমন মেয়ে যদি বাবার অভিভাবকত্বে থাকে বা ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক হয়) বাবা যদি তাদের অত্যাবশ্যকীয় খরচ ঠিক মতো না দেন, তাহলে তারা প্রয়োজন পরিমাণ টাকা নিতে পারে তাকে না জানিয়ে।

হাদিসে এসেছে- আয়েশা (রা.) বলেন, হিন্দা বিনতে উতবা (রা.) নবীজিকে (সা.) বলেন, আবু সুফিয়ান খুবই কৃপণ। আমার ও আমার সন্তানের যতটুকু প্রয়োজন ততটুকু সে দেয় না। আমি তাকে না জানিয়ে প্রয়োজন পরিমাণ অর্থ তার কাছ থেকে নিয়ে নেই। রাসূল (সা.) বললেন, নিজের জন্য ও সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। (সহিহ বুখারি: ৫৩৬৪, সহিহ মুসলিম ১৭১৪)

প্রাপ্তবয়স্ক ছেলেদের জন্য বাবার পকেট থেকে টাকা সরানো হারাম। কারণ তাদের ভরণপোষণের খরচ দেওয়া বাবার ওপর ওয়াজিব নয়। বাবার অভিভাবকত্বে থাকা মেয়েরা যদি অত্যাবশ্যকীয় প্রয়োজনের বাইরে টাকা নেয়, তাও হারাম হবে।

তাই ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বা মেয়েরা যদি অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাবার পকেট থেকে টাকা সরায়, তাহলে তা ফিরিয়ে দেওয়া ওয়াজিব। সঠিক পরিমাণ না জানা থাকলে প্রবল ধরাণা অনুযায়ী একটি পরিমাণ ঠিক করে তা ফিরিয়ে দিতে হবে।

টাকা সরানোর কথা বাবাকে জানানো আবশ্যক নয়। বরং যে কোনোভাবে ওই পরিমাণ অর্থ তার কাছে পৌঁছালেই হবে। একবারে বা কয়েক বারেও এই অর্থ পরিশোধ করা যেতে পারে।

তবে যদি টাকা সরানোর কথা জানানো সম্ভব হয় এবং তিনি খুশি মনে ওই টাকার দাবি ছেড়ে দেন, তাহলে টাকা ফেরত দিতে হবে না।

সূূএ: ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com