ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাশিদুল আমিনের আদালতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদকে তোলার পর বিচারক এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতের এপিপি এডভোকেট আতিকুল হক বুলবুল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যরা।
গত সোমবার বেলা সাড়ে ১১টার চাঁদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন এ্যারেস্ট দেখানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।
গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।