আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অন্যান্য পশ্চিমা নেতাদের মতো আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না।

তিনি বলেছেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন? আমাদের সম্পর্ক ‘গঠনমূলক’।”

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

তার ভাষায়, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

জেলেনস্কি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে ‘খুব সম্মান করেন’ এবং তাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনও সহায়তাই যথেষ্ট নয়।”

সংবাদমাধ্যম বলছে, জেলেনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে এরপরও হাসিমুখে জেলেনস্কি বলেন, “এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে।”

তিনি রাশিয়াকে ‘ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ এনে বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনও ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কয়েক দিন ধরে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় চলছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টর এনারগো জানায়, হামলার পর তাদের উৎপাদন ‘শূন্যে নেমে এসেছে’। সূত্র: দ্য গার্ডিয়ানআরবিসি-ইউক্রেন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

» ‘ইমেইলে নেওয়া’ হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকেই সাজিয়ে রাখা

» নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: শফিকুল আলম

» মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে!

» মা-বাবা আদেশ করলে স্ত্রীকে তালাক দেওয়া যায়?

» দিনে বেফাঁস মন্তব্য করে আর রাতে বিএনপি নেতাদের বাসায় ধর্না দেয়: কাদের

» স্কুল গেটে ককটেল বিস্ফোরণ

» এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের সময় আটক ৫

» দ্বিতীয় সেশনে প্রথম ১১ বলে ২ উইকেট নিলো বাংলাদেশ

» জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অন্যান্য পশ্চিমা নেতাদের মতো আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না।

তিনি বলেছেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন? আমাদের সম্পর্ক ‘গঠনমূলক’।”

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

তার ভাষায়, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

জেলেনস্কি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে ‘খুব সম্মান করেন’ এবং তাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ মনে করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনও সহায়তাই যথেষ্ট নয়।”

সংবাদমাধ্যম বলছে, জেলেনস্কির এই সাক্ষাৎকারটি নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রুশ হামলার পর সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। তবে এরপরও হাসিমুখে জেলেনস্কি বলেন, “এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে।”

তিনি রাশিয়াকে ‘ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ এনে বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালেই মস্কো অন্য কোনও ইউরোপীয় দেশে নতুন করে হামলা করতে পারে।

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কয়েক দিন ধরে দেশটিতে বিদ্যুৎ বিপর্যয় চলছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টর এনারগো জানায়, হামলার পর তাদের উৎপাদন ‘শূন্যে নেমে এসেছে’। সূত্র: দ্য গার্ডিয়ানআরবিসি-ইউক্রেন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com