ছবি: সংগৃহীত
ছোট্ট শিশু খুব স্পর্শকাতর হয়। তাই হাসপাতাল থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পর নানা কাজে ভয় হয়। বিশেষত গোসল নিয়ে। নবজাতককে প্রথমবার গোসল করানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন জেনে নিই বিস্তারিত-
গামলায় খুব বেশি পানি নেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যেন আধশোয়া অবস্থায় থাকলে শিশুর কাঁধ পর্যন্ত জল না পৌঁছয়।
শিশুর গায়ে পানি দেওয়ার আগে নিজের কনুই ডুবিয়ে তাপমাত্রা দেখে নিন। পানির তাপমাত্রা যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন।
শিশুর শরীর থেকে পোশাক খোলার আগে চেষ্টা করবেন ঘরের সমস্ত জানলা-দরজা বন্ধ রাখার। বাইরের হাওয়া যেন সরাসরি শিশুর গায়ে না লাগে, সেদিকে নজর রাখতে হবে।
প্রথমে নবজাতকের পায়ের পাতা ধীরে ধীরে পানিতে রাখতে। পানির তাপমাত্রার সঙ্গে শিশু খাপ খাইয়ে নিলে এরপর পুরো শরীরে পানি দেওয়া যেতে পারে।
শরীরে পানি দেওয়ার পর গায়ে শিশুদের জন্য তৈরি মাইল্ড তরল সাবান ব্যবহার করতে পারেন। মুখে আলাদা করে সাবান দেওয়ার প্রয়োজন নেই।
গোসল হয়ে গেলে গামলার পানি ফেলে দিতে হবে। এবার মাথায় শ্যাম্পু করানোর জন্য আগের তুলনায় আরেকটু ঠান্ডা পানি নিতে হবে।
শিশুকে কোলের মধ্যে রেখে শুধু মাথাটুকু ভিজতে পারে এমনভাবে পানি দিয়ে ধুইয়ে দিতে হবে। এরপর নরম, সুতির কাপড় ভিজিয়ে তার মধ্যে শ্যাম্পু দিতে হবে। ওই কাপড়ের সাহায্যে মাথার সামনে থেকে পিছন পর্যন্ত হালকা হাতে ঘষে ঘষে মাথা পরিষ্কার করতে হবে। এসময় খেয়াল চোখে যেন পানি না আসে। শ্যাম্পুর ফেনা চোখে লাগলেও শিশু অস্বস্তিতে পড়তে পারে। এদিকেও খেয়াল রাখবেন।
এবার শুকনো তোয়ালে দিয়ে ভালো করে গা মুছিয়ে নিতে হবে। মাথার জন্য আলাদা তোয়ালে ব্যবহার করুন।
গোসল শুরু করার আগেই হাতের কাছে আলাদা তোয়ালে, পোশাক, পাউডার রাখুন। আলতো করে শরীর মুছে শিশুকে পোশাক পরিয়ে দিন। সূএ: ঢাকা মেইল ডটকম