রুখসানা রিমি :
গাছের পাতা ঝরে যাওয়ার মত একদিন
আমিও চলে যাবো মেঘের আড়ালে
সেদিন পাখিদের চোখ সিক্ত হবে
ঘাস ফড়িংও কাঁদবে প্রখর রোদে
সেদিন তুমি নীরবে কেঁদে কেঁদে খুঁজবে
আমি ছায়া হয়ে রয়ে যাবো তোমার মনে।
আমি আকাশের চাঁদ হতে চেয়েছিলাম
তুমি ভালবেসে খাঁচার জোনাকি বানালে
আমি অরণ্যের তৃণ হতে চেয়েছিলাম
তুমি কাছে টেনে পান করে নিলে নির্যাস
আমার বিকশিত হওয়ার সব বাসনা
ধীরে ধীরে ম্রিয়মাণ হয়ে গেল!
এখন আমার চলে যেতে ইতস্ততা নেই
আমি যাবো কিন্তু যাবো না কোথাও
তোমার অতি দরকারি বইয়ের তাকে
আমি রয়ে যাবো ধূলিকণা হয়ে
রয়ে যাবো তোমার অলস চশমার ফ্রেমে
সেদিনই বুঝবে ভালবেসে আমি তোমার
চারপাশে কত আলো ছড়িয়ে ছিলাম।
Facebook Comments Box