ফাইল ফটো
আজ সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টা থেকে ঢাকা শহরের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (১৬ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন সারাদেশে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন সফল করার লক্ষ্যে সোমবার বিকেল ৫টার পর থেকে ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৭ জুলাই ঢাকা শহরের জুয়েলারি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তোলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন থেকে সংগঠনটি যাত্রা শুরু করে। ৫৭ বছর পূর্ণ করে আজ ৫৮তে পদার্পণ করছে দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাজুস।