চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে প্রায় ২১০ কেজি ওজনের একটি কই কোরাল উঠেছে। মাছটির কেজিপ্রতি দাম হাঁকানো হয়েছে এক হাজার ২০০ টাকা। এ হিসাবে পুরো মাছটির দাম আসে দুই লাখ ৫২ হাজার টাকা।
রোববার দুপুরে কক্সবাজার থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়।
বিক্রেতারা জানান, শনিবার দিবাগত রাতে কক্সবাজারের গভীর সমুদ্রে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এরপর প্রথমে মাছটি এক লাখ ৭০ হাজার টাকা দিয়ে কেনা হয়। কেনার পর মাছটি পিকআপে করে চট্টগ্রামের বাজারে আনা হয়।
এদিকে, বাজারে নামানোর পর বিশালাকৃতির এই কই কোরাল মাছ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। এনামুল হক নামে এক ব্যক্তি বলেন, কাজীর দেউরির এই বাজারে মাঝেমধ্যে বড় বড় মাছ আসে। তবে আজকেরটা একটু বেশি বড়।
মাছটির বিক্রেতা আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, তিনজনে মিলে মাছটি কিনেছি। সোমবার সকাল থেকে এটিকে কেটে কেজিপ্রতি এক হাজার ২০০ টাকা করে বিক্রি করা হবে।