সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না- জনসাধারণের মধ্যে এই সচেতনতা আসা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এই মন্তব্য করেন।সংলাপে ‘২৪ না ৭১’- এই বিতর্ক নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এ ধরনের বিতর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের অসম্মান করা হবে। একই সঙ্গে ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ছোট করা হবে। বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না- জনসাধারণের মধ্যে এই সচেতনতা আসা জরুরি।







