কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ৪নং জেটি সংলগ্ন নাফ নদীতে মিলল ৫০ হাজার পিস ইয়াবা। বুধবার সকালে ইয়াবাগুলো উদ্ধার করেন টেকনাফ স্থলবন্দরের কর্মরত প্রহরী জানে আলম।
বন্দর কতৃপক্ষের দাবি, বন্দর প্রহরী একটি বস্তা দেখতে পান। পরে শনাক্ত করেন সেগুলো ইয়াবা। পরে কর্তৃপক্ষ বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি জানায়। এরপর টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম বন্দরে গিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন জানান, জেটি সংলগ্ন নাফনদীতে একটি পরবত্যক্ত বস্তা দেখতে পেয়ে বন্দরে নিয়োজিত এক প্রহরী কাছে যান । তিনি দেখেন বস্তার ভেতরে মাদক আছে। এরপর কাস্টমস বিষয়টি বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বন্দর কর্তৃপক্ষ জানানোর পর এসআই তারেক ও বিজিবির সহযোগিতায় ৫০ হাজার পিস ইয়াবা বন্দর থেকে আনা হয়। এই উয়াবা জব্দ তালিকায় অজ্ঞাতনামা ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।