যাত্রাবাড়ী সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. মোশারফ হোসেন, বয়স ৪৫ বছর।
শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ছয়টায় মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতকে নিয়ে আসা শাহ জামাল জানান, আমি নিহতের দূরসম্পর্কের আত্মীয়, নিহত কাঁচামাল ব্যবসায়ী যাত্রাবাড়ী সায়েদাবাদ ব্রিজের ঢাল এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। পরে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত মোশারফ গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে। বর্তমানে গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় মোশারফ নামের কাঁচামাল ব্যবসায়ীকে ঢামেকে নিয়ে এলে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।